পর্যটকদের জন্য উন্মুক্ত হলো বান্দরবানের চার উপজেলা, ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল বাকি তিন উপজেলা

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো বান্দরবানের চার উপজেলা, ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল বাকি তিন উপজেলা

খাদিজা আক্তার;বান্দরবান:পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো বান্দরবানের চার উপজেলা। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই চার উপজেলা ভ্রমণ করতে পারবেন পারবেন সকল পর্যটক। আজ বুধবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন । বান্দরবান জেলা সদর, চিম্বুক, নীলগিরি, লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় ভ্রমণে আর বাধা থাকল না।

আজ দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল আলমসহ বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তারা।

এছাড়াও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য নিরাপত্তা জনিত কারণে গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। জেলার অংশীজনদের সাথে বিভিন্ন সময় আলোচনার পর আগামীকাল থেকে বান্দরবান সদর, লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় এবং একই সঙ্গে চিম্বুকপাহাড় ও নীলগিরিতে পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। আপাতত নিষেধাজ্ঞায় থেকে যাচ্ছে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার পর্যটন কেন্দ্রগুলো।
পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে সেখানে পর্যটক ভ্রমণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক পর্যটক এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিকট সহযোগিতা কামনা করেন।পর্যটকদের জন্যে বান্দরবান পার্বত্য জেলার চার উপজেলা ও একই সাথে নীলগিরি, চিম্বুক উন্মুক্ত ঘোষণা করার পর সন্তোষ প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ।

Leave a reply

Minimum length: 20 characters ::