আইনের প্রতি শ্রদ্ধা রেখে জাপার কর্মসূচি স্থগিত

আইনের প্রতি শ্রদ্ধা রেখে জাপার কর্মসূচি স্থগিত

নিউজ ডেস্ক:: শনিবার দুপুর দুইটায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সাময়িকভাবে স্থাগিত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় পার্টি জানিয়েছে, এই কর্মসূচির তারিখ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

শুক্রবার রাতের এক বার্তায় এই তথ্য জানান, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

ওই বার্তায় তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, কাকরাইলসহ আপপোশের এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করায় জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সন্ধ্যায় ডিএমপি কমিশনার (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসানের সই করা এক গণ বিজ্ঞপ্তিতে শনিবার ওই এলাকায় সভা, সমাবেশ, মিছিলসহ ইত্যাদি কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

একই দিন সন্ধ্যায় অনিবার্য কারণে শনিবার বেলা ১১টায় নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হতে যাওয়া মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল হচ্ছে না বলে জানান দলটির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিম।

তার আগে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’র  ব্যানারে এক সংবাদ সম্মেলন থেকে বলা হয়, জাতীয় পার্টির ওই সমাবেশ করতে দেওয়া হবে না।

সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘জাতীয় পার্টিকে শনিবার সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।’

পরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। শনিবার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল।

Leave a reply

Minimum length: 20 characters ::