বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ : ৭২ ছাত্রলীগ কর্মীর নামে মামলা 

বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ : ৭২ ছাত্রলীগ কর্মীর নামে মামলা 
ইবতেশাম রহমান সায়নাভ (বেরোবি প্রতিনিধি) :  রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বেলা আড়াইটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক, সাত কর্মকর্তা-কর্মচারী ও ৭২ শিক্ষার্থীর নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, গত জুলাইয়ের পর থেকে শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যারা পলাতক রয়েছেন তাদের ছুটি বাতিল করা হবে এবং সাময়িক বরখাস্ত করা হবে।
দুই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল। আর শিক্ষার্থীদের সকলেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানান উপাচার্য।
এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতিতে সম্পৃক্ত হলেও বিশ্ববিদ্যালয় আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপাচার্য।এ দিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

Leave a reply

Minimum length: 20 characters ::