আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বান্দরবান তাবলীগ জামাতের ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বান্দরবান তাবলীগ জামাতের ইজতেমা

খাদিজা আক্তার, বান্দরবান:: গতকাল দুপুরে বান্দরবান ইজতেমার মাঠ ভিজেছে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির চোখের পানিতে । মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বান্দরবান পার্বত্য জেলার ছয় উপজেলার (সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি, আলীকদম, লামা) মুসল্লিদের সমন্বয়ে ২০২৪ সালের জেলা ইজতেমা। মোনাজাতে মহান আল্লাহর দরবারে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। বান্দরবান পার্বত্য জেলার অন্য একটি উপজেলার (নাইক্ষ্যংছড়ি) ‍তাবলীগ জামাত এবং মুসল্লিগন  কক্সবাজার জেলা ইজতেমায় অংশগ্রহন করেন বিধায় বান্দরবান জেলা ইজতেমায় অংশগ্রহন করেন নি।

২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে ফজর নামাজের পর আম বয়ানের মাধ্য দিয়ে শুরু হয় বান্দরবান জেলা ইজতেমা । বান্দরবান জেলার জিম্মাদার ছিলেন জনাব সাইফুল্লাহ সাহেব । এছাড়াও ইজতেমায় বয়ান করেন ঢাকা কাকরাইল মসজিদের মুরুব্বি মুফতি মাওলানা সাইফুল্লাহ, মুফতি মাওলানা মিজানুর রহমান,  মাওলানা সাদ বিন মোজাম্মেল (ঢাকা), চট্টগ্রাম লাভ লেইন মসজিদের মুফতি মাওলানা আবদুল হালিম সাহেব এবং মোহাম্মদ আবদুল খালেক সাহেব। গতকাল ২৬ অক্টোবর শনিবার সকাল ১০.৩০ মিনিটে আখেরি বয়ানের পর ১১.৪৫ থেকে শুরু করে ১২.১৫ টায় বান্দরবান জেলা ইজতেমার আখেরি মোনাজাত শেষ হয় । ১২.৩০ মিনিটে জোহরের নামাজ আদায় করে ২০২৪ সালের বান্দরবান জেলা ইজতেমা শেষ হয়। ইজতেমা শেষে চার মাসের তিন চিল্লার জন্য খুরুজ হয় ১৩টি জামাত।

Leave a reply

Minimum length: 20 characters ::