চবি শিক্ষার্থীর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শোকবার্তা

চবি শিক্ষার্থীর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শোকবার্তা

জাহিন ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:: ২৫ অক্টোবর দুপুর আনুমানিক ২.৩০ এর দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিক্যলের কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এবং পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট জনিত কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১-২২ সেশনের পরিসংখ্যান বিভাগের মেধাবী শিক্ষার্থী নাইমা নীর্মা (বাড়ি নরসিংদী) মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। এর প্রতিবাদে চবির প্রশাসনের কাছে জবাবদিহি সহ ১০ দফা বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

এরই পরিপ্রেক্ষিতে, ২৬ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখ ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এর যৌথ স্বাক্ষরিত এক শোকবার্তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের মেধাবী শিক্ষার্থী নাঈমা নীর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশপূর্বক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চবি মেডিকেল সেন্টারকে আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবী জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

শোকবার্তায় বলা হয়, গতকাল 25 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাঈমা নীর্মা অসুস্থ হলে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার কারণে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থী নাঈমা নীর্মার আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে চবি মেডিকেল সেন্টারকে আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবী জানাচ্ছি।

Leave a reply

Minimum length: 20 characters ::