কমিশন চায় সাত কলেজ শিক্ষার্থীরা, বিকেলে আসছে নতুন কর্মসূচি

কমিশন চায় সাত কলেজ শিক্ষার্থীরা, বিকেলে আসছে নতুন কর্মসূচি

নিউজ ডেস্ক::: ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে দ্রুত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা বলছেন, সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি ঘিরে কোনো প্রত্যাশা নেই। কারণ শিক্ষার্থীদের দাবি, কমিশন গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া শুরু করার। সেজন্য নতুন করে কর্মসূচি ঘোষণা দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (২৬ অক্টোবর) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পার্সন জাকারিয়া বারী সাগর বলেন, আজ বিকেল ৩টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে নতুন করে কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে সাত কলেজ সংস্কারের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি নিয়ে প্রতিক্রিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন সংক্রান্ত আলোচনার বিষয়ে জানানো হবে। একইসঙ্গে আমাদের পরবর্তী কার্যক্রম তুলে ধরা হবে।

অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি নিয়ে কোনো প্রত্যাশা নেই বলে মন্তব্য করেছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের আরেক ফোকাল পার্সন আব্দুর রহমান।

Leave a reply

Minimum length: 20 characters ::