তিনি জানান, ১৫ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ অক্টোবর শাহবাগ থানায় ৩৮১ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। সেই মামলায় আল রিয়াদকে গ্রেপ্তার করা হয়েছে।