জকিগঞ্জে রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

জকিগঞ্জে রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ
আজাদুর রহমান (জকিগঞ্জ প্রতিনিধি)::জকিগঞ্জে রাষ্ট্রপতি সাহাব উদ্দিন চুপ্পুর পদত্যাগ, সংবিধান বাতিল, ছাত্রলীগকে নিষিদ্ধকরণ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ৫ দফা দাবীর সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) বিকালে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় গেট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি জকিগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে এমএ হক চত্ত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
ছাত্রনেতা মিনহাজুল হক রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেদোয়ান রাফি, লুৎফুর রহমান, জুয়েল আহমদ সাজু, পারভেজ মোশাররফ পাভেল, হোসাইন আহমদ, জুবের মোহাম্মদ, ওয়াসিম আকরাম, জাফর আহমদ, আশরাফুজ্জামান রাদি, দিলশাদ আনোয়ার প্রমুখ।
বিক্ষোভ সভায় বক্তারা বলেন, দ্বিতীয় স্বাধীনতার পর খুনি হাসিনা ও তাঁর কোনো দোসর গর্ত থেকে বের হওয়ার বিন্দুমাত্র চেষ্টা করলে ছাত্র-জনতা আবার ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে। রাষ্ট্রপতি চুপ্পু ৫ আগস্টে পুরো জাতির সামনে বলেছিলেন, খুনি হাসিনা তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন তিনি বলছেন, তাঁর কাছে পদত্যাগপত্র নেই।
নেতৃবৃন্দ বলেন, ‘চুপ্পুসহ ফ্যাসিবাদের সব দোসরকে একটি কথা বলে দিতে চাই, ফ্যাসিস্টদের উৎপাত দেখা গেলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে। প্রয়োজন হলে আবার আমরা রক্ত দিতে প্রস্তুত, এমনকি জীবন দিতেও প্রস্তুত। কিন্তু ফ্যাসিস্টের দোসর সন্ত্রাসীদের প্রতিহত করতে আমরা আমৃত্যু প্রস্তুত থাকব’।

Leave a reply

Minimum length: 20 characters ::