শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদকে। বিবৃতিতে বলা হয়, দাঙ্গাজনিত কারণে, প্রায় ৫০ বছর রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়নি। এরশাদের দেশ পরিচালনার সময় ১৯৮৯ সালে আবারো জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা বের হয়। হুসেইন মুহম্মদ এরশাদ জন্মাষ্টমীর শুভ দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন। পল্লীবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্ট। যোগ্যতার ভিত্তিতে সব ধর্মাবলম্বীদের সরকারি চাকরিতে প্রবেশাধিকার নিশ্চিত করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ।
এছাড়া, প্রতিটি পূজা-পার্বণ, মন্দির নির্মাণ ও মন্দির সংস্কারে এরশাদের আন্তরিক সহায়তা ছিল সর্বজনবিদিত। জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের সবার শান্তিময় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।