সমুদ্রবন্দর থেকে সংকেত নামলো, ৮ অঞ্চলে ঝড় হতে পারে

সমুদ্রবন্দর থেকে সংকেত নামলো, ৮ অঞ্চলে ঝড় হতে পারে
নিউজ ডেস্ক : উপকূলে ঝড়ের শঙ্কা কাটায় সব সমুদ্রবন্দর থেকে নামানো হলো তিন নম্বর সংকেত। তবে আট অঞ্চলে রয়েছে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস।
রোববার (৬ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে রাজশাহী, পাবনা, দিনাজপুর, বগুড়া, টাংগাইল, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::