বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন

আজাদুর রহমান( জকিগঞ্জ প্রতিনিধি):::: আজ ০৩ আক্টোবর রোজ বৃহঃবার বেলা ২ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

মতবিনিময় সভা শেষে সিলেট জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন এবং ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপসারণের বিষয়টি দ্রুত সুরাহা করার ব্যবস্থা নিতে বলেন সেই সাথে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার ভবনটি দ্রুত বেসরকারী সংস্থা প্রজন্মের কাছ থেকে এনে সরকারী সেবায় ব্যবহার করার ব্যবস্থা করতে বলেন।

মতবিনিময় সভায় সিলেটের সমন্বয়ক টিমের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, মতিউর রহমান, মাজেদ আহমদ চৌধুরী, মিসবাহ বিন সিদ্দীকি, শাহরিয়ার ইমন, জামিল আহমদ, জুবায়ের আহমদ, ফখরুল হাসান। এছাড়া জকিগঞ্জ উপজেলার আহত ও সর্বস্থরের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::