ঈদগাঁওতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঈদগাঁওতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আনাছুল হক, ঈদগাঁও, কক্সবাজার::: কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। বুধবার (০২ অক্টোবর) বিকাল তিনটায় ঈদগাঁও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে এই মানববন্ধন শুরু হয়।

ঈদগাঁও থানার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দু’শতাধিক সহকারী শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন কর্মসূচি বিকাল চারটা পর্যন্ত চলে। মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা এবং উপজেলা শিক্ষা অফিসার মুরাদ হোসেনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে তাদের বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

মানববন্ধনে সহকারী শিক্ষক মাহবুব বলেন, “সরকারি তালিকাভুক্ত নার্স এবং কৃষি ডিপ্লোমা সম্পন্ন করা কর্মকর্তা এবং অনার্স সম্পন্ন করা কর্মকর্তারা যদি ১০ গ্রেডের বেতন পান তাহলে আমরা কেন পাবো না!”

এই মানববন্ধনের মাধ্যমে সহকারী শিক্ষকরা তাদের দীর্ঘদিনের দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য আহ্বান জানান।

Leave a reply

Minimum length: 20 characters ::