চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রশাসন নিয়োগ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রশাসন নিয়োগ।

জাহিন ইসলাম, চবি প্রতিনিধি::: চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পর এবার নিয়োগ হলো উপউপাচার্য,বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র ও ছাত্রী হল সমুহের প্রোভস্ট,পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ সমূহে।
বিশ্ববিদ্যালয় প্রসাশনে উপউপাচার্য পদে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ড.কামাল উদ্দিন (প্রশাসনিক)ও ফিন্যান্স বিভাগের ড. মুহাম্মদ শামীম উদ্দিন(একাডেমিক)।

ডিন হিসাবে বিভিন্ন অনুষদে নিয়োগ পেয়েছেন:
কলাও মানববিদ্যা অনুষদ-প্রফেসর ড.মুহাম্মদ ইকবাল শাহীন খান (দর্শন বিভাগ)।
বিজ্ঞান অনুষদ-প্রফেসর ড.মোহাম্মদ আল-আমীন (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড ইনভারমেন্টাল সাইন্স)।
ব্যবসা প্রশাসন অনুষদ -প্রফেসর ড. এস.এম নছরুল কদির (ফাইন্যান্স বিভাগ)।
সমাজবিজ্ঞান অনুষদ-ড.মো.আলাউদ্দিন মজুমদার (অর্থনীতিবিভাগ)।
আইন অনুষদ-প্রফেসর ড.মু.জাফর উল্লাহ তালুকদার(আইন বিভাগ)।
জীববিজ্ঞান অনুষদ-প্রফেসর ড.মুহাম্মদ আতিয়ার রহমান (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ)।
ইঞ্জিনিয়ারিং অনুষদ -প্রফেসর ডক্টর মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী(কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ)।
মেরিন সাইন্স এন্ড ফিশারিজ অনুষদ-প্রফেসর ডঃ মোঃ শাহাদাত হোসেন (ইনস্টিটিউট অব মেরিন সাইন্স)
শিক্ষা অনুষদ-প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহইয়া আখতার(চবি উপাচার্য)।

চবির নতুন প্রক্টরিয়াল বডিতে নিয়োগ পেয়েছেন
প্রক্টর- ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
সিনিয়র সহকারী প্রক্টর- মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান।
সহকারী প্রক্টর- ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মানজুরুর রহমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী এবং ইতিহাস বিভাগের প্রভাষক মো. নুরুল হামিদ।

চবির নতুন হল প্রভোস্ট হিসেবে নিয়োগ পেলেন যারা:শাহজালাল হল- অধ্যাপক ড. ফুয়াদ হাসান, মার্কেটিং বিভাগ।

শাহ্ আমানত হল- অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ।

সোহরাওয়ার্দী হল- অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, দর্শন বিভাগ।

আলাওল হল- অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ।

এ এফ রহমান হল- ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, অর্থনীতি বিভাগ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল- অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রসায়ন বিভাগ।

শহীদ আব্দুর রব হল- অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী, পদার্থবিদ্যা বিভাগ।

অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল- এজিএম নিয়াজ উদ্দিন, সহযোগী অধ্যাপক, রাজনীতি বিজ্ঞান বিভাগ।

মাস্টার দা সূর্যসেন হল- বন ও পরিবেশ বিজ্ঞান ইনিস্টিটিউটের অধ্যাপক ড.মোহাম্মদ সৈয়দ শামসুল হুদা।

প্রীতিলতা হল- অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন চৌধুরী, আইন বিভাগ।

শেখ হাসিনা হল- শারমিন আফরোজ, সহযোগি অধ্যাপক, আইন বিভাগ।

শামসুর নাহার হল- অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, ফাইন্যান্স বিভাগ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল- অধ্যাপক ড. সোনিয়া হক, লোকপ্রশাসন বিভাগ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল- অধ্যাপক ড. এসএম রফিকুল ইসলাম,জিন ও প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ।

নতুন পরীক্ষা নিয়ন্ত্রক রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।
আইসিটি সেলের পরিচালক মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী।
পরিবহন প্রশাসক যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম।
চাকসু কেন্দ্রের পরিচালক মেরিন সায়েন্স ইন্সটিটিউটের অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী।

চাকসু কেন্দ্রের সহকারী পরিচালক ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ।

চাকসু সহকারী পরিচালক দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. কোরবান আলী।

সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম।

নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন।
চবির নতুন কলেজ পরিদর্শক লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।
এস্টেট শাখার প্রশাসক পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ।

 

Leave a reply

Minimum length: 20 characters ::