এদিকে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সফর করে। দলের সদস্যরা রাজনৈতিক নেতা, সুশীল সমাজসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।গত বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মো. মামুন নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার জের ধরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। দীঘিনালায় পুড়িয়ে দেওয়া হয় শতাধিক দোকানপাট।