২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প অনুশোচনা প্রকাশে অস্বীকৃতি জানান। অন্যদিকে কমলা হ্যারিস সেই ঘটনায় সৃষ্ট বিশৃঙ্খলা ও বিভাজন থেকে সরে এসে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। হামাস-ইসরায়েল যুদ্ধ ইস্যুতে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট হলে যুদ্ধ হবে না। হ্যারিস দুই-রাষ্ট্র সমাধান এবং যুদ্ধের অবসানের আহ্বান জানান।
তালিবান ইস্যুতেও তারা পাল্টাপাল্টি সমালোচনা করেন। বিতর্ক শুরুর আগে মঞ্চে এসেই ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন কমলা। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করে। চলতি বছরের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে দুই প্রার্থীর এ বিতর্ক বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।