মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লার নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করায় এলাকায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৫ আগষ্ট) বিকালে উপজেলার মোল্লা বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন আয়োজন করে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা ওরফে সাজু মোল্লা । তিনি বলেন, গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত শিবচরে ‘হঠাৎ বিএনপি’র চাপে পুরোনোরা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে । যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল ভুল তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণীতভাবে এই সংবাদটি করিয়াছে । যা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
আমার নাম জরিয়ে যে সংবাদটি প্রকাশ করেছে তা হলো – আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মীদের নিয়ে প্রতিনিয়ত শোডাউন করছেন শাজাহান মোল্লা সাজু নামের এক বিএনপি নেতা। ভূমি দখল, চাঁদাবাজিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। এ ছাড়া বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা শাজাহান মোল্লার মাধ্যমে বিএনপির শোডাউনে অংশগ্রহণ করছেন। অনেক আওয়ামী লীগ নেতা আবার নিজের প্রভাব-প্রতিপত্তি এবং অবৈধ ব্যবসা দখলে রাখার জন্যও হাত মেলাচ্ছেন শাজাহান মোল্লার সঙ্গে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শাজাহান মোল্লাকে নাম দিয়েছেন বিএনপি বানানোর মেশিন।