শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লার নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করায় সংবাদ সম্মেলন 

শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লার নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করায় সংবাদ সম্মেলন 
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লার নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করায় এলাকায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৫ আগষ্ট) বিকালে উপজেলার মোল্লা বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন আয়োজন করে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা ওরফে সাজু মোল্লা । তিনি বলেন, গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত শিবচরে ‘হঠাৎ বিএনপি’র চাপে পুরোনোরা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে । যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল ভুল তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণীতভাবে এই সংবাদটি  করিয়াছে । যা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
আমার নাম জরিয়ে যে সংবাদটি প্রকাশ করেছে তা হলো – আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মীদের নিয়ে প্রতিনিয়ত শোডাউন করছেন শাজাহান মোল্লা সাজু নামের এক বিএনপি নেতা। ভূমি দখল, চাঁদাবাজিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। এ ছাড়া বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা শাজাহান মোল্লার মাধ্যমে বিএনপির শোডাউনে অংশগ্রহণ করছেন। অনেক আওয়ামী লীগ নেতা আবার নিজের প্রভাব-প্রতিপত্তি এবং অবৈধ ব্যবসা দখলে রাখার জন্যও হাত মেলাচ্ছেন শাজাহান মোল্লার সঙ্গে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শাজাহান মোল্লাকে নাম দিয়েছেন বিএনপি বানানোর মেশিন।

Leave a reply

Minimum length: 20 characters ::