চবিতে হয়ে গেল ‘দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা’-

চবিতে হয়ে গেল ‘দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা’-
জাহিন ইসলাম প্রতিনিধি, চবি : আজ ৪ঠা আগস্ট,বুধবার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘কাওয়ালী সন্ধ্যা।
জুলাই ও আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদের স্মরণে ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যার আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘আজাদী মঞ্চ’।সেই সাথে এই অনুষ্ঠান উৎসর্গ করা হয় বন্যায় ত্রাণ দিতে গিয়ে শহিদ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পলাশের নামে।
অনুষ্ঠানে হামদ্,নাথে রাসুল,মঞ্চ নাটক,কাওয়ালী এবং প্রতিবাদী গান করেন বিভিন্ন শিল্পী গোষ্ঠী।
এ যেন আরেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখল উক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা।

Leave a reply

Minimum length: 20 characters ::