ড. ইউনূসকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অভিনন্দন

ড. ইউনূসকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অভিনন্দন

সমাচার ডেস্ক::::: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।বুধবার (১৪ আগস্ট) রাতে তিনি ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে এ অভিনন্দন জানান।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রেসিডেন্ট বিক্রমাসিংহে ড. ইউনূসকে অভিনন্দন জানানোর পাশাপাশি কয়েক দশক ধরে বাংলাদেশে অবস্থান করা লঙ্কান বিনিয়োগকারীদের বাংলাদেশে থাকতে এবং বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা পালন করার পরামর্শ দিয়েছেন।

এ সময় ড. ইউনূস শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রসঙ্গত, ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::