কেরানীগঞ্জে নিজ বাসায় নিয়ে দুই তরুণীকে রাতভর গণধর্ষণ

কেরানীগঞ্জে নিজ বাসায় নিয়ে দুই তরুণীকে রাতভর গণধর্ষণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: 
ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে  নিজ বাসায় নিয়ে দুই তরুণীকে রাতভর গণধর্ষণ করেছে একটি সংঘবদ্ধ চক্র ।সকালে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী গোয়ালপাড়া এলাকায় হবি মোল্লার বাড়ি থেকে ধর্ষণের শিকার হওয়া দুই তরুণীকে উদ্ধার করে ছাত্ররা।
ঘটনার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ওই দুই তরুণী সহ অন্যান্য শিক্ষার্থীদের সাথে গোয়ালপাড়া সড়কে ট্রাফিকের কাজ করতে ছিল। এ সময়  হবি মোল্লার ছেলে সিপন মোল্লা (২৮) ও তার সাঙ্গপাঙ্গরা  দুই তরুণীকে তাদের সাথে থাকা ছেলে বন্ধুসহ পাঁচ জনকে অস্ত্রের  মুখে জিম্মি করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল লুট করে। পরে তিন বন্ধুকে ছেড়ে দিয়ে দুই তরুণীকে সিপন মোল্লা নিজ বাড়িতে  নিয়ে রাতভর পালাক্রমে গণধর্ষণ করে। মুক্তি পাওয়া  বন্ধুরা সকাল ৬ টার দিকে  কদমতলী গিয়ে কিছু ছাত্রদের বিষয়টি খুলে বললে সাথে সাথে ছাত্ররা সিপন মোল্লার বাড়ি ঘেরাও করে   দুই তরুণীকে উদ্ধার করে।কিন্তু সিপন মোল্লাসহ তার অন্যান্য বন্ধুরা বাড়ির ছাদ দিয়ে পালিয়ে যায়।এ-সময় ছাত্ররা সিপন মোল্লার বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে এলাকার লোকজন ও ছাত্ররা ক্ষিপ্ত হয়ে সিপন মোল্লার বাড়ি ভাঙচুর করেন।  থানার কার্যক্রম চালু না থাকায় সংশ্লিষ্ট কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining