সব পক্ষকে শান্ত থাকার আহ্বান  ইইউ’র

সব পক্ষকে শান্ত থাকার আহ্বান  ইইউ’র
নিউজ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ প্রতিনিধি ও পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর ইইউ শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছে।সোমবার (৫ আগস্ট)  এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দেয়া বিবৃতিতে জোসেপ বোরেল বলেন,মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি পূর্ণ সম্মান রেখে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রতি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উত্তরণ নিশ্চিত করা অত্যাবশ্যক। সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ চলাকালীন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় ইইউ শোকাহত। আমরা জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রদত্ত আশ্বাসের প্রতি আস্থা রাখছি, আশাকরি পরিস্থিতি শান্তিপূর্ণভাবে পরিচালনা করা হবে এবং সমস্ত বেআইনি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা হবে। মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বিচারে যাদের আটক করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বাংলাদেশের জনগণের নিবেদিত অংশীদার হিসেবে, ইইউ দেশের সমৃদ্ধি ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a reply

Minimum length: 20 characters ::