সেবা প্রাপ্তি আপনার অধিকার, দায়িত্ব আমার” এই স্লোগানে জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস ( ডিএএফও) মাদারীপুর কার্যালয়ে সোমবার (২২ এপ্রিল) অংশীজনদের (stakeholders) অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাদারীপুর জেলা সদরের সকল সরকারি অফিসের আয়ন ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) বা তার প্রতিনিধি অংশ গ্রহণ করেন। সভার শুরুতে মাদারীপুর জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ রেজাউল করিম সরকারি বরাদ্দর বিপরীতে বিল পাসের ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন বিধি বিধান যথাযথ ভাবে অনুসরণ করে সেবার মান কিভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে উপস্থিত সকল ডিডিওদের মতামত আহবান করেন। এছাড়া বর্তমানে সেবা প্রাপ্তিতে কোন সমস্যা হচ্ছে কিনা, হয়ে থাকলে কি ধরনের তা অবহিত করার জন্য অনুরোধ করেন। ডিএএফও মহোদয় প্রতি মাসে Accounts Reconciliation করার পাশাপাশি বর্তমান অর্থ বছরে বরাদ্দের প্রয়োজনীয় ব্যয় আর্থিক বিধি বিধান যথাযথ ভাবে অনুসরণ করে দ্রুততম সময়ের সম্পন্ন করাতে ডিডিওদের পরামর্শ প্রদান করেন। সভায় উপস্থিত মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ, সিনিয়র সহকারি জজ, আরডিসি, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন অফিসের ডিডিওগণ বক্তব্য প্রদান করেন। ডিএএফও এর এই উদ্যোগকে সভায় উপস্থিত সকলে প্রসংশা করেন এবং বর্তমানে ডিএএফও কার্যালয় কর্তৃক প্রদত্ত সেবায় সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে এধরণের আরও সভা আহবান করার জন্য অনুরোধ করেন। ভবিষ্যতে এ কার্যালয়ে সেবা প্রাপ্তিতে কোন সমস্যা হলে সরাসরি ডিএএফও মোঃ রেজাউল করিম এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।
অংশীজনদের (stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নির্বাহী প্রকৌশলী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল, ইন্সট্রাক্টর পিটিআই, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাড়াও জেলা পুলিশ সুপার, হাসপাতাল, আনসার, ফায়ার সার্ভিস অফিসের প্রতিনিধিসহ জেলার সকল সরকারি অফিসের ডিডিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।