হাইওয়ে পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাইওয়ে পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি: 
সড়ক পরিবহন আইন ২০১৮ সংক্রান্তে জনসচেতনতা বৃদ্ধি ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে হাইওয়ে পুলিশ দক্ষিন বিভাগের ডিআইজি আতিকা ইসলাম, অতিরিক্ত ডিআইজি আতিকুল ইসলাম, মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, সাংবাদিক, মাদারীপুর পুলিশ ও আনসার বিভাগের উর্ধতন কর্মকর্তা এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুরের মোস্তফাপুর ক্যাম্পের ইনচার্জ (ওসি) মোহাম্মদ মারুফুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও হাইওয়ে পুলিশ কতৃপক্ষের আয়োজনে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘‘অনুন্নত ও অপরিকল্পিত সড়ক অবকাঠামোই বাংলাদেশের সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণের প্রধান অন্তরায়’’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে মাদারীপুর সরকারি কলেজ বনাম বিপক্ষে সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ এবং ‘‘ট্রাফিক আইন লংঘনের প্রবণতাই বাংলাদেশের সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণের প্রধান অন্তরায়’’ বিষয়ে পক্ষে শরীয়তপুর সরকারি গোলাম হায়দার আলী খান মহিলা কলেজ বনাম বিপক্ষে ড. মোঃ মোজাম্মেল হক খান কলেজের ৩ জন করে মোট ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন হাইওয়ে পুলিশ দক্ষিন বিভাগের ডিআইজি আতিকা ইসলাম।

Leave a reply

Minimum length: 20 characters ::