মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিরসরাই পৌর সভার সম্প্রতি গঠিত হওয়া মিরসরাই পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের অভিষেক ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ (অক্টোবর) বেলা ৩টায় মিরসরাই পৌর সদরে শ্রী শ্রী জগদীশ্বরী কেন্দ্রীয় কালী মন্দির কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে যাতে কোনো ধর্মের মানুষ নির্যাতিত না হয় সে জন্য শেখ হাসিনা সরকার কাজ করছে।
এসময় প্রধান বক্তা বিপুল দত্ত বলেন, সাম্প্রতিক ঘটে যাওয়া সংসদ সদস্য বাহার উদ্দিনের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার যদি পরবর্তীতে এইরকম কোনো সাম্প্রদায়িক ব্যাক্তকে মনোনয়ন দেয় তাহলে হিন্দুরা নৌকায় ভোট দিতে দুই বার ভাববে।
এসময় পূজা উদযাপন পরিষদ মিরসরাই পৌরসভার শাখার সভাপতি-সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে শপথ পাঠ করান চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই প্রসাদ ঘোষ। নব কমিটির অভিষেক অনুষ্টানে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় মিরসরাই পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর শর্মার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈকত ধরের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি নিতাই প্রসাদ ঘোষ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল দত্ত।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সুদর্শন রায়, সুভাষ সরকার, পরিমল কর্মকার,অনির্বাণ চৌধুরী রাজিব, আশিষ দাশ, জহুরলাল নাথ অভি, সজল চন্দ্র শীল, গোপী কুমার দাস,মিঠুন শর্মা প্রমুখ।