দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ের লক্ষে কাজ করতে হবে: দিলীপ বড়ুয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ের লক্ষে কাজ করতে হবে: দিলীপ বড়ুয়া
আবু নোমান::
১৪ দলের অন্যতম শীর্ষনেতা ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ও সাম্রাজ্যবাদী শক্তির যৌথভাবে বাংলাদেশে একটি অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত ও রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে বিভিন্ন অপকৌশলে লিপ্ত রয়েছে।
বাংলাদেশের সাম্যবাদী দল(এম-এল) এর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহানগরের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বড়ুয়া আরো বলেন জিয়া-এরশাদের সামরিক শাসনকে অসাম্প্রদায়িক রাজনৈতিক ধারা পরাজিত করে এদেশের জনগণের মুক্তিযুদ্ধের ধারাকে সাংবিধানিক প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিচ্ছে। এই ধারাকে অব্যাহত রাখতে অসংবিধানিক ধারা এবং সাম্রাজ্যবাদীদের চক্রান্ত রুখতে হবে। এই লক্ষ্যে দ্বাদশ সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়, সকল দেশপ্রেমিক মানুষকে একযোগে কাজ করতে আহ্বান জানান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের আহ্বায়ক সাইমুম হক। উপস্থিত ছিলেন মহানগর কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

Leave a reply

Minimum length: 20 characters ::