আশিকুর রহমান(স্টাফ রিপোর্টার): যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। রোববার (২০ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ নিহত সকল শহিদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসন এর সভাপতিত্বে ও সহ-সভাপতি আলহাজ্ব মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন, রায়পুরা-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, নরসিংদী সদর-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি, শিবপুর-৩ আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন এমপি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা। স্মরণ সভায় বক্তব্য রাখেন, জেলা ও শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্মরণ সভার আলোচনায় বক্তাগণ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন কার্যকর করেছেন। এই জন্যেই তিনি বঙ্গবন্ধু, এই জন্যেই তিনি জাতির পিতা। আওয়ামী লীগকে এখন পর্যন্ত কেউ দমাতে পারেনি। ভবিষ্যতেও কেউ দমাতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতির মূলধারা এখনো অক্ষুণ্ন রয়েছে। তরুণদের সবচেয়ে বড় ভূমিকা হবে সেই মূলধারা অক্ষুন্ন রাখা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ১৯৮১ সালে দেশে না ফিরতেন, নেতৃত্ব গ্রহন না করতেন এবং ধীরে ধীরে আজকের এই রাষ্ট্র গঠন না করতেন, তাহলে আজকে আমাদের বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হত। গ্রামকে শহর বানিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করছেন। দেশী-বিদেশী চক্র বাংলাদেশের উন্নয়ন রোধ করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই আসুন আগামী সংসদ নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিতে হবে।
স্মরণসভায় সদর উপজেলা ও শহর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে সভাস্থল লোকসমাগম কানায় কানায় ভরে ওঠে।