আজ কবি শামসুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী

আজ কবি শামসুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক: বরেণ্য সাহিত্যিক শামসুর রাহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৭ বছর বয়সী এই কবি।

শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ ছিল প্রথম গান, আর দ্বিতীয়টির নাম মৃত্যুর আগে। তাঁর ৬০টির বেশি কবিতার বই প্রকাশিত হয়েছে। এ ছাড়াও রয়েছে শিশুতোষ, অনুবাদ, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধের গ্রন্থ। ১৯৫৭ সালে দৈনিক মর্নিং নিউজের সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন কবি শামসুর রাহমান। ১৯৭৭ সালের ফেব্রুয়ারি মাসে তিনি দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক নিযুক্ত হন।

১৯৮৭-তে সামরিক শাসনামলে তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়। সাহিত্যে অবদানের জন্য শামসুর রাহমান একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারসহ অনেক সম্মানে ভূষিত হয়েছেন।

১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন এই কবি। মারা যাওয়ার পর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে ঢাকার বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::