কূটনৈতিক প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পর এবার ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশন দেশটির নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় হাইকমিশনের ফেসবুক পেজে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে। এই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড বাড়বে। জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল হতে পারে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলগুলো কোনো রকম সতর্কসংকেত ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে। এ কারণে সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলতে এবং চলাচলের সময় আশপাশে নজর রাখতে অস্ট্রেলিয়ার নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকাসহ দেশের বড় বড় শহরে নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। আজ দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে এই সতর্কতা জারি করা হয়।