বিনোদন প্রতিবেদক: মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে, কেন ঘেরাও করা হয়েছে? কারণ মমতাজ বিদ্যুতের কথা বলেছিলেন- ফেসবুকে ঢুকেই এমন সব কথাবার্তা স্বয়ং মমতাজ নিজেই দেখেছেন। এমনটাই জানিয়ে গণমাধ্যমকে এই গায়িকা তথা সংসদ সদস্য বলেন, ‘নানাভাবে আমার নামে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।মমতাজ জানালেন, তিনি বিদ্যুৎ নিয়ে সংসদে যা বলেছিলেন, তা তো মিথ্যা নয়। সমালোচনার জবাব দিতেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতের কণ্ঠশিল্পী মমতাজ।যে কারণে এত ট্রল, এত আলোচনা-সমালোচনা তার জবাবে মমতাজ বলছিলেন, ‘আমি সংসদে যা বলেছিলাম তা তো ভুল বলিনি। তখন আমার গ্রামের ৩০ ভাগ মানুষের বাসায় বিদ্যুৎ ছিল। আমি এখানে দায়িত্ব নেওয়ার পর শতভাগ ঘরে বিদ্যুৎ দিয়েছি।জনপ্রিয় গায়িকা বলেন, ‘এটা তো মিথ্যা কথা নয়, সরকার বিদ্যুৎ উৎপাদন করে যেভাবে ঘরে ঘরে লাইন দিয়েছে, এটা সত্যিকার অর্থে প্রশংসা কুড়িয়েছে সরকার এবং আমি সেই প্রশংসাই করেছি।আমার নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুৎ দেওয়া হয়েছে।’মমতাজ বলেন, ‘ফেসবুকে ঢুকে দেখি একজন বলছে, মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে। কেন? বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে?’ বলেন, ‘এই প্রোপাগান্ডা, এই মিথ্যাচার, আপনাদের বিবেকে কি একটুও নাড়া দেয় না? শুধু শুধু একটা মানুষের বিরুদ্ধে এই রকম মিথ্যাচার আমরা কেন করছি?হয়রানি না করা, একই সঙ্গে শুধু মানুষকে ছোট না করার অনুরোধ জানিয়ে কণ্ঠশিল্পী মমতাজ বলেন, ‘আমি জানি আপনারা জ্ঞানী মানুষ, আপনারা অনেক জ্ঞান রাখেন। আপনাদের মানুষকে হয়রানি ও শুধু শুধু ছোট না করার অনুরোধ করছি।