একের পর এক অসুস্থ হয়ে বের হচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

একের পর এক অসুস্থ হয়ে বের হচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
নিউজ ডেস্ক : রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল থেকে টানা কাজ করছেন তারা।আগুন নিয়ন্ত্রণে আসার পর পোড়া কাপড় থেকে বেরোচ্ছে ধোঁয়া। এমনিতেই দিনের তাপমাত্রা অসহনীয়। তার ওপর আগুনের তাপ-ধোঁয়া। এমন পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুক্ষণ পর পরই অসুস্থ হয়ে বের হচ্ছেন। স্বেচ্ছাসেবকরা পানি দিয়ে তাদের স্বাভাবিক করার চেষ্টা করছেন।শনিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায়, নিউ সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটকে সংযোগকারী ওভারব্রিজের ওপর হেলান দিয়ে কিছুটা শ্বাস নেওয়ার চেষ্টা করছেন আহত ফায়ার সার্ভিস কর্মীরা। আহতদের গায়ের ওপর পানি ঢেলে শরীরের তাপমাত্রা কমানোর চেষ্টা করছেন সহকর্মী ও স্বেচ্ছাসেবীরা।তেজগাঁও স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মী সরকার হোসেন অসুস্থ হয়ে বসে আছেন ওভারব্রিজের মেঝেতে। ফায়ার স্যুট আর হেলমেট পরে ভেতরে কাজ করছিলেন তিনি।কথা হলে জানান, ফায়ার স্যুট আর হেলমেট পরে কাজ করার সময় শরীরের অতিরিক্ত তাপে অসুস্থ হয়ে পড়েন তিনি।ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভেতরে যারা কাজ করছেন বেশিরভাগই ফায়ার স্যুট পরে কাজ করছেন। এছাড়া ভেতরে কাজ করা সম্ভব নয়। এই স্যুট পরে কাজ করার সময় অতিরিক্ত তাপে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।মান্নান নামের এক ফায়ার সার্ভিসের কর্মী জানান, ভেতরে প্রচুর ধোঁয়া আর তাপ। এছাড়া দোকানের ওয়ালে প্রচুর হিট। দোকানগুলোতে সাঁটার দেওয়া থাকায় ধোঁয়া এবং তাপ বাড়ছে। ফলে ১০ থেকে ১৫ মিনিটের বেশি কাজ করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে।কর্মীরা আরও জানিয়েছেন, ভেতরে অনেক ধোঁয়া। আশপাশ থেকে ভেন্টিলেটর ভেঙে পানি দেওয়া হচ্ছে। ভেন্টিলেটর-জানালা দিয়ে এখনো বের হচ্ছে প্রচুর ধোঁয়া।এর আগে,আজ ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস। বাহিনীর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৪৩ মিনিটে। পরবর্তী সময়ে আরও ২৯টি ইউনিট যোগ দেয়। বাহিনীর ৩০ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে তিনতলা মার্কেটটিতে আগুন পুরোপুরি নিভতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত মুফতি আব্দুল কাইয়ুম মাদানীর মনোনয়নপত্র দাখিল