বাফুফের কাছে ব্যাখ্যা চাইবে মন্ত্রণালয়

বাফুফের কাছে ব্যাখ্যা চাইবে মন্ত্রণালয়
স্পোর্টস ডেস্ক : সাফজয়ী নারী ফুটবল দলকে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে পাঠাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টাকার অভাবে মেয়েদের সফর বাতিল করতে হয়েছে বলে জানানো হয়েছে বাফুফের পক্ষ থেকে।এজন্য মূলত ক্রীড়া মন্ত্রণালয়কেই দায়ী করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে বাফুফে নিজেদের দোষ মন্ত্রণালয়ের ওপর চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ তুলেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।আজ (১০ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩০তম বৈঠক আয়োজিত হয়েছে। কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।  সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে বাফুফের দেয়া বক্তব্যের বিষয়টিও। ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী,  সংসদ সদস্য জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।  কিছুদিন আগেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাদ্দ না দেয়ায়  টিম পাঠাতে পারেনি- এমনটা জানিয়ে এক বিবৃতি দেয় বাফুফে। তবে ইতোমধ্যেই ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, ২৭ মার্চ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল। তবে সেখানে উল্লেখ ছিল ৩১ মার্চের মধ্যে তাদেরকে অবগত করার জন্য। কিন্তু এক দিন পরই বাফুফে জানায়, টাকা না পাওয়ায় টিম পাঠাতে পারছে না তারা। কাজটি বাফুফে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে বলে জানিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।বাফুফের এমন বার্তা মন্ত্রণালয় এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে বলে বৈঠকে আলোচনায় উঠে আসে। ফলে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যাখ্যা চাওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি