নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে মেহেদী হাসান নামের এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় দুই বাসের নামে মামলা হয়েছে।রোববার (০২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া পুলিশ ফারির ইনচার্জ আরফাত উদ্দিন।আশুলিয়া পুলিশ ফারির ইনচার্জ আরফাত উদ্দিন বলেন, দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল আরোহী মেহেদি হাসান নিহতের ঘটনায় বাস দু’টির অজ্ঞাত চালক ও হেলপারকে আসামি করে মামলা করেছেন নিহত মেহেদি হাসানের বাবা মাজেদ বাহাদুর। আমরা চালক ও হেলপারদের শনাক্তসহ গ্রেফতারে কাজ করছি।এর আগে, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো ব্যাঙ্গল প্লাস্টিক কারখানার সামনে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। পরে সেখানেই দুটি পরিবহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহত মেহেদী হাসান রাজধানীর ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মো. মাজেদ ওরফে বাহারুলের ছেলে। তিনি পেশায় ইলেকট্রেশিয়ান।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।