মোটরসাইকেল আরোহীর মৃত্যুর পর দুই বাসে আগুন, মামলা

মোটরসাইকেল আরোহীর মৃত্যুর পর দুই বাসে আগুন, মামলা
নিউজ ডেস্ক :  সাভারের আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে মেহেদী হাসান নামের এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় দুই বাসের নামে মামলা হয়েছে।রোববার (০২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া পুলিশ ফারির ইনচার্জ আরফাত উদ্দিন।আশুলিয়া পুলিশ ফারির ইনচার্জ আরফাত উদ্দিন বলেন, দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল আরোহী মেহেদি হাসান নিহতের ঘটনায় বাস দু’টির অজ্ঞাত চালক ও হেলপারকে আসামি করে মামলা করেছেন নিহত মেহেদি হাসানের বাবা মাজেদ বাহাদুর। আমরা চালক ও হেলপারদের শনাক্তসহ গ্রেফতারে কাজ করছি।এর আগে, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো ব্যাঙ্গল প্লাস্টিক কারখানার সামনে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। পরে সেখানেই দুটি পরিবহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহত মেহেদী হাসান রাজধানীর ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মো. মাজেদ ওরফে বাহারুলের ছেলে। তিনি পেশায় ইলেকট্রেশিয়ান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

“চবির পঞ্চম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট. প্রদান, ডিগ্রি পেলেন ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী”