মাদারীপুর প্রতিনিধি : পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মাদারীপুরের আয়োজনে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
জানা যায়, মঙ্গলবার জেলা পুলিশ লাইন্সে পুনাকের আয়োজনে পুলিশ পরিবারের সন্তানদদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুলিশ নারী কল্যান এর সভানেত্রী শিউলি আক্তার এর সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর জেলার সৎ ও সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম। এ সময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউল হক। এ সময়ে আরো উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সিনিয়র সহ-সভানেত্রী রাহিন বিনতে লাবান এবং আলেয়া আক্তারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এর আগে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।