গুলশানে অগ্নিকাণ্ড, পুলিশের নিয়ন্ত্রণে ভবন

গুলশানে অগ্নিকাণ্ড, পুলিশের নিয়ন্ত্রণে ভবন
নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে আগুন লাগা ১২ তলা আবাসিক ভবনটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভবনটিতে বর্তমানে কোনো বাসিন্দা নেই।সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে গুলশান ২ এর ১০৪ নম্বর সড়কের বাড়িটির সামনে গিয়ে দেখা যায়, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাড়িটির সামনে অবস্থান করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফ্ল্যাট মালিক ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে আগুন নিয়ন্ত্রণের পর ভবনটি পুলিশ ও ফ্ল্যাট মালিকদের কাছে বুঝিয়ে দেয় ফায়ার সার্ভিস। এরপর ভবনটি নিয়ন্ত্রণে নেয় পুলিশ সদস্যরা।এদিকে ভবনটিতে বর্তমানে কোনো বাসিন্দা নেই। তারা আত্মীয়-স্বজনদের বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল থেকে ভবনটিতে নতুন করে তল্লাশি চালায়। তবে তল্লাশিতে নতুন করে আর কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা জোনের অঞ্চল-৩ এর উপ-পরিচালক শফিকুল ইসলাম।এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ওই ভবনের ৭ তলায় আগুন লাগে। প্রায় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ।এ ঘটনায় ভবন থেকে লাফিয়ে পড়ে আনোয়ার হোসেন (৩০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। এছাড়া শিশু ও নারীসহ ২২ জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের তদন্ত দল। পরে রাতেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ