নিউজডেস্ক : রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকায় যাত্রীবাহী বাস ‘ভিক্টর পরিবহনের’ ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া আক্তার (২৪) নিহত হওয়ার ঘটনায় চালক লিটন (৩৮) ও এর সহকারী আবুল খায়েরকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে মিরপুর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।এর আগে রোববার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ভাটারা এলাকায় যাত্রীবাহী বাস ভিক্টরের চাপায় নিহত হন নাদিয়া। এ ঘটনার সময় নাদিয়া মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। এর চালক ছিলেন তার বন্ধু মেহেদী হাসান। নিহত নাদিয়া নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।