নিউজ ডেস্ক : নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ বাংলাদেশ নিতে চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোববার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।রূপপুরের মালামাল নিয়ে রাশিয়ার জাহাজের ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা রাশিয়াকে বলেছি, তাদের যে ৬৯টি জাহাজ নিষেধাজ্ঞায় আছে, সেসব জাহাজে মালামাল না পাঠাতে। তিনি বলেন, রাশিয়ার হাজার হাজার জাহাজ আছে। তবে যেসব জাহাজে নিষেধাজ্ঞা দেয়া আছে, সেসব জাহাজ আমরা নিতে চাই না। কেননা আমাদের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে, এই অবস্থায়…। তিনি বলেন, আমাদের কাছে খুব তাজ্জব লেগেছে, রাশিয়া জেনেশুনে নিষেধাজ্ঞায় থাকা জাহাজের নাম পরিবর্তন করে পাঠিয়েছে। এটি আমরা আশা করিনি। আমরা আশা করব, রাশিয়া এখন নিষেধাজ্ঞার আওতামুক্ত জাহাজে মালামাল পাঠাবে। আমরা এ নিয়ে কাজ করছি।মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মোমেন বলেন, মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা খুব সতর্কতা অবলম্বন করেছি। আমরা চাইছি যেন এই সংঘাত বন্ধ হয়। এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলাপ চলছে। তিনি বলেন, মিয়ানমার সরকারের সক্ষমতা অনেক দুর্বল। সেটা নিয়ে একটি সমস্যা আছে। আর আমরা তো কোনো বিদ্রোহী দলের সঙ্গে আলাপ করি না। তবে আমরা আমাদের এলাকা প্রটেক্ট করছি। তারা (মিয়ানমার) তাদেরটা দেখছে।এক প্রশ্নের উত্তরে মোমেন বলেন, মিয়ানমারের নানা ঘটনা নিয়ে আমরা সবসময় চীনের সাহায্য চেয়ে থাকি। কেননা মিয়ানমারের ওপর চীনের অনেক প্রভাব আছে। আগে শুনতাম, পশ্চিমা অনেক কোম্পানি মিয়ানমারকে সাহায্য করে। এই যেমন অস্ত্রতেও। মিডিয়ার মাধ্যমে এখন তা আমরা জানতে পেরেছি। এতে আমরা খুব মর্মাহত।অপহরণ চেষ্টার দায়ে র্যাবের একজন সদস্যকে বনানী থানা পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে র্যাব তদন্ত করছে।