নতুন জীবনে পদার্পণ জয়ের, চাইলেন দোয়া

নতুন জীবনে পদার্পণ জয়ের, চাইলেন দোয়া

নিউজ ডেস্ক নতুন জীবনে পদার্পণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়। বিয়ে করেছেন তিনি।স্ত্রীকে নিয়ে সুখে-শান্তিতে থাকতে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জয়ের বিয়ের আকদ্ সম্পন্ন হয়। তার স্ত্রীর নাম কাঁকন ভুঁইয়া। তিনি রাজধানীর ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।নিজের বিয়ে নিয়ে আল-নাহিয়ান জয় বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। যে ক্যাম্পাসে আমার দীর্ঘ শিক্ষাজীবন-রাজনৈতিক জীবন অতিবাহিত করেছি সেখানেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরে খুবই খুশি। আমরা সকলের কাছে দোয়া চাই। যেন সুখ-শান্তিতে বসবাস করার পাশাপাশি আগামীতে দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি।আল নাহিয়ান খান জয় ২০১৮ সালে গঠিত কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহ-সভাপতি ছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পদ হারালে কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হন জয়। ২০২২ সালে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে তার স্থলাভিষিক্ত হন সাদ্দাম হোসেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি