কেনিয়া-উগান্ডা সীমান্তে বাস দুর্ঘটনায় নিহত ২১ 

কেনিয়া-উগান্ডা সীমান্তে বাস দুর্ঘটনায় নিহত ২১ 
নিউজ ডেস্ক : কেনিয়া-উগান্ডা সীমান্তে পূর্বাঞ্চলীয় শহর এমবালে থেকে নাইরোবি যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫০ জন।উগান্ডার আঞ্চলিক পুলিশের মুখপাত্র রজার্স টাইটিকা বলেন, শনিবার গভীর রাতে দুর্ঘটনা ঘটে।নিহতদের বেশিরভাগই কেনিয়ার নাগরিক। এছাড়া উগান্ডার আট নাগরিকও নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  বাসটি উগান্ডার পূর্বাঞ্চলীয় শহর এমবালে থেকে নাইরোবি যাচ্ছিল। শনিবার গভীর রাতে উগান্ডা সীমান্তের ওপারে কেনিয়ার লওয়াখাখা শহরে দুর্ঘটনার মুখে পড়ে। চালক দৃশ্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, গাড়িটি রাস্তা থেকে উল্টে যায়। বাসচালক অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া গেছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির অর্ধগলিত দূর্গন্ধযুক্ত পচা লাশ উদ্ধার

ঈদগাঁওয়ে যানজটে নাকাল জনজীবন,সার্জেন্ট ‘উধাও’, একাই ডিউটিতে কনস্টেবল!