২০২২ সালে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদারীপুরের ৫ থানার অফিসার ইনচার্জরা

২০২২ সালে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদারীপুরের ৫ থানার অফিসার ইনচার্জরা
 মাদারীপুর প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের সুনাম ধরে রাখার লক্ষে মাদারীপুর জেলার ৫ উপজেলার জনসাধারণকে নিরাপত্তা দিতে দিনরাত কাজ করেছেন মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হোসেন, রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন,শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসানুজ্জামান । ইতিমধ্যে ২০২২ সালে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। স্ব-স্ব উপজেলাকে সংঘর্ষ-মারামারী, মাদক, ইভটিজিং ও গ্যাং কালচার মুক্ত এবং চুরি-ডাকাতি ঠেকাতে নিয়মিত কাজ করেছেন তারা।নতুন বছরের প্রথম দিন রবিবার  ৫  থানায় আসা বিভিন্ন ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, এখন আর থানায় আসলে বাইরে বসে থাকা লাগে না। ওসি স্যারদের রুমের দরজা সব সময় খোলা থাকে। ওসি স্যাররা সবার সাথে কথা বলেন এবং ভালো পরামর্শ দেন। এতে লাগে না কোনো টাকা-পঁয়সা। জানা যায়, মাদারীপুর জেলার ৫ উপজেলায় মানবিক পুলিশ অফিসারা স্ব-স্ব থানায় যোগদানের পর থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশে পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন তারা। অভিযানে সংঘর্ষ সৃষ্টিকারী, চুরি-ছিনতাই ও মাদক কারবারির সাথে জড়িতদের গ্রেফতার করেন। পাশাপাশি সাজাপ্রাপ্ত পলাতক আসামী, জিআর মামলা, সিআর মামলা ও নিয়মিত মামলার পরোয়ানাভূক্ত আসামীদের গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন। পুলিশের রুটিন ওয়ার্ক এর বাহিরেও তারা দিনরাত স্ব-স্ব উপজেলার সাধারণ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।  সৎ, নির্লোভ, সহজ-সরল ও মানবিক অফিসার হিসাবে উপজেলাবাসীর হৃদয়ে ইতিমধ্যে স্থান করে নিয়েছেন তারা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন