নিকুঞ্জে কলেজ হোস্টেলের আগুন নিয়ন্ত্রণে

নিকুঞ্জে কলেজ হোস্টেলের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক : রাজধানীর নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর রাত ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, নিকুঞ্জ সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল ১৪ তলা ভবনের নবম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।পরে পর্যায়ক্রমে বাড়িয়ে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি