টেকনাফে ৪৪৭ ক‍্যান বিদেশি বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড 

টেকনাফে ৪৪৭ ক‍্যান বিদেশি বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড 
টেকনাফ প্রতিনিধি : টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযানে ৪৪৭ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ২৭ ডিসেম্বর দুপুরে এ তথ‍্য নিশ্চিত করে কোস্টগার্ড টেকনাফ মিডিয়া কর্মকর্তা কাজী আল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর আনুমানিক রাত দেড় ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং ইউপির শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন জালিয়াপাড়ার প্যারাবনের পাশে সন্দেহজনক কয়েকজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়।এসময় কোস্টগার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দিলে তারা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল কতৃর্ক প্যারাবনে তল্লাশি চালিয়ে ৪টি প্লাস্টিকের বস্তা হতে সর্বমোট ৪৪৭ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়।
জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান কোস্টগার্ড।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি