ফিলিপাইনে ভয়াবহ বন্যা, ঘরবাড়ি ছেড়েছেন ৪৬ হাজার মানুষ

ফিলিপাইনে ভয়াবহ বন্যা, ঘরবাড়ি ছেড়েছেন ৪৬ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে বন্যার কারণে প্রায় ৪৬ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারি মৌসুমি বৃষ্টিতে প্লাবিত হয়ে দেশটির মিন্দানাওয়ের দক্ষিণাঞ্চলে দুইজন মারা গেছেন।নিখোঁজ রয়েছেন অন্তত আরও নয়জন।সোমবার (২৬ ডিসেম্বর) ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম মালাইমেইল এ তথ্য জানিয়েছে।সিভিল ডিফেন্স কর্মী রবিনসন লেক্রে জিঙ্গুগ শহর থেকে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, কিছু এলাকায় পানি বুকের ওপরে উঠেছিল। কিন্তু আজ বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই এলাকার ৩৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।কোস্টগার্ড জানিয়েছে, বন্যার পানি বাড়ায় ওজামিজ ও ক্লারিন শহরের অনেকগুলো পরিবারের সদস্যদের উদ্ধার করা হয়েছে।কোস্টগার্ড আরও বলেছে, শক্তিশালী বাতাস ও বড় ঢেউয়ের কারণে লেইতে কেন্দ্রীয় দ্বীপের উপকূলে একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এসময় দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৬ জনকে।১১ কোটি মানুষের দেশ দুর্যোগ-প্রবণ ইন্দোনেশিয়া। বড়দিনে ছুটিতেই এমন ভয়াবহ দুর্যোগের মুখে পড়লো সেখানকার নাগরিকরা।উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় স্থান পেয়েছে ইন্দোনেশিয়া। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, পৃথিবীর উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আগামীতে বড় বড় শক্তিশালী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি