স্পোর্টস ডেস্ক : ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার পর আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। কিন্তু ইনজুরির কারণে পাকিস্তানের স্কোয়াডে জায়গা হয়নি তারকা পেসার হারিস রউফের।আর এ সময়েই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ২৯ বছর বয়সী ডানহাতি এ পাক পেসার।কনে তারই এক সময়ের সহপাঠী মুনজা মাসুদ মালিক। ইসলামাবাদেই জাঁকজমকপূর্ণ এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানি পেসারের সতীর্থ ও বন্ধুরা।হারিসের স্ত্রী মুনজা মাসুদ ইসলামাবাদ-ভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল। সহপাঠী হিসেবে পরিচয়, অতঃপর পরিণয়। ২৯ বছর বয়সী হারিস পাকিস্তানের হয়ে একটি টেস্ট, ১৫ ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তিনি।এখন অবশ্য চোটের কারণে মাঠের বাইরে আছেন হারিস। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি তার। এই বিরতিতে সেরে ফেললেন শুভকাজটা।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।