মুহাম্মদ কিফায়তুল্লাহ,(কক্সবাজার) টেকনাফ প্রতিনিধি : বান্দরবান জেলার সদর থানাধীন বাঘমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি আফিমসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।এরই ধারাবাহিকতায় (২৪ ডিসেম্বর) সাড়ে এগারোটা দিকে র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে বান্দরবান জেলার সদর থানাধীন ৬নং জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারস্থ রুবেল স্টোরের সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩ (তিন) কেজি আফিমসহ একজন মাদক কারবারীকে আটক করে এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত আফিম বিধি মোতাবেক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির নাম রুবেল সেন গুপ্ত (৪০), পিতা-মদন সেন গুপ্ত, সাং-বাঘমারা হিন্দু পাড়া, ৬নং জামছড়ি ইউপি, থানা-বান্দরবান সদর, জেলা- বান্দরবান জানা যায়। বর্ণিত মাদক কারবারী অন্যত্র পাচারের লক্ষ্যে উক্ত আফিম ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে। অদ্য উপরোল্লিখিত আফিমসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়। কথিত আছে উদ্ধারকৃত অবৈধ আফিম এর আনুমানিক মূল্য তিন কোটি টাকা। ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করার জন্য বান্দরবান পার্বত্য জেলার সদর থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।