প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর ও শিবচরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে । শুক্রবার সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসক কার্যালয় ভেতরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানান সৎ ও সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন । পরে মুক্তিযোদ্ধা,রকারি, বেসরকারি, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায়। এরপর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের গুরুপ্তপূর্ন বেশ কয়েটি সড়ক প্রদক্ষিণ করে জেলা আছমত আলী খান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। জেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পল্লব কুমার হাজরা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ঝোটন চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ড. মুনির আহমদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আলাউল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন, সহকারী পুলিশ সুপার (অপস) মোঃ মনিরুল ইসলাম, মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান হাওলাদার, খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানসহ জেলার মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ। দুপুরে জেলা পরিষদের উদ্যোগে মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী। এ সময় মহান বিজয় উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে ব্যাপক কর্মসূচীর মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনে শিবচরে মহান বিজয় দিবস পালন করা হয় । মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর মূঢ়্যালে শ্রদ্ধা নিবেদন করা হয় । পরে বর্ণাঢ্য র্যালী সহকারে থানা সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করা হয় । এদিকে সকালে উপজেলা আওয়ামীলীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামীলীগ কার্যালয় থেকে আওয়ামীলীগ , যুবলীগ , ছাত্রলীগ , সেচ্ছাসেবকলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশগ্রহনে এক বিশাল র্যালী বের করা হয় । র্যালীটি ৭১ চত্ত্বরে বঙ্গবন্ধু মূঢ়্যালে ও থানা সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন । পৌরসভায়ও বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ঐতিহ্যবাহী হাতিরবাগান মাঠে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিবুল ইসলাম , থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন আনুষ্ঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন। এসময় পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম , পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় । পরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয় ।