‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ বহাল 

‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ বহাল 

নিউজ ডেস্ক :  রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আবেদন খারিজ করে রোববার (১৮ ডিসেম্বর) এ রায় দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বের আপিল বিভাগ।আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ইয়াসিন খান। নাজমুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।২০১৮ সালের ১৪ জুন তৃণমূল বিএনপির নিবন্ধন না করার সিদ্ধান্ত সম্বলিত একটি নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। ওই নোটিশটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা।একই বছরের ১৪ আগস্ট তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।২০১৮ সালের ৪ নভেম্বর তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ।পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন