নিউজডেস্ক : ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। রোববার (১৮ ডিসেম্বর) ভোররাত থেকে এই কুয়াশা পড়তে শুরু করে।ভোরের দিকে কুয়াশায় ছেয়ে যায় চারপাশ। যাতে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে।বৃষ্টির ফোঁটার মতো টপটপ করে শিশির ঝরছে ভোর থেকেই। অন্যদিকে কুয়াশার তীব্রতায় সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। ফলে সকাল থেকেই জেলার সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল সীমিত রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, রোববার ভোর থেকে প্রচুর কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। ভোর থেকে দূরপাল্লার যানবাহন তেমন দেখা যানি মহাসড়কে। এছাড়া আঞ্চলিক সড়কগুলোতে ছোট যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
ইজিবাইক চালক মো. ফরহাদ জানান, ‘ভোরে কৃষিপণ্য নিয়ে হাটের উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু প্রচুর কুয়াশায় রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়েও কাজ হচ্ছে না। এরপর অনেকক্ষণ ধীরে ধীরে গাড়ি চালিয়ে যেতে হয়েছে। ‘শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ‘কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ে আচ্ছন্ন হয়ে আছে। সকাল থেকে তেমন যানবাহন চলতে দেখা যায়নি। এক্সপ্রেসওয়েতে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। ‘হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, ‘আমাদের টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে। কুয়াশার কারণে তেমন যানবাহন সড়কে নেই। যে কয়েকটা আছে, ধীর গতিতে চলাচল করছে। ‘