মাদারীপুর প্রতিনিধি : গত ১২ ডিসেম্বর ২০২২ “প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এ প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে মাদারীপুরে জেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মাদারীপুরের সৎ ও সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পরে পুরস্কার বিতরণ করা হয়। মাদারীপুরের সৎ ও সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পল্লব কুমার হাজরা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ঝোটন চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকির, উপজেলা চেয়ারম্যান কালু খানসহ জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।