মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেছেন, যদি কোন অফিসে দুর্নীতি পাওয়া যায় তাহলে তাদের রক্ষা নাই। প্রত্যেকটি ডিপার্টমেন্টে, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায় দুর্নীতিবিরোধী মনমানসিকতা থাকতে হবে। এ বিষয়ে দু’একটি এ্যাকসন নিতে হবে। তা না হলে ভয় পাবে না। গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, অতিরিক্ত সব কিছুই হচ্ছে বিষ, অতিরিক্ত সবই হচ্ছে পয়জন। অতএব অতিরিক্ত যা যা করবেন সবই বিষ এবং সবই দুর্নীতি।এ সময় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুরের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম (বার) পিপিএম। এর আগে সকালে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।মাদারীপুর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে মাদারীপুর দুদকের উপ পরিচালক আতিকুর রহমানের সভাপতিত্বে এ সময় মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জামান মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা: মুনীর আহমদ খান, উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর সনাক এর সভাপতি মমতাজ হক, মাদারীপুর সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান হাওলাদারসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুর্নীতি বিরোধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।