নিউজডেস্ক : বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশ স্থল গোলাপবাগ মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে নির্দিষ্ট সময়ের আগেই। সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টার মধ্যেই বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশের স্থল গোলাপবাগ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সমাবেশে যোগ দিতে রাজধানীর আশেপাশের জেলাগুলো থেকে শনিবার সকাল থেকেই মিছিল নিয়ে যুক্ত হচ্ছেন নেতাকর্মীরা। মাঠের আশেপাশের এলাকায়ও নেতাকর্মীদের ভিড় রয়েছে।সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।উপস্থিত নেতাকর্মীদের সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)। বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।