আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরমাণু হামলার আশঙ্কা বেড়ে যাচ্ছে। তবে তিনি জানিয়েছেন, রাশিয়া ‘পাগল হয়ে যায়নি’ ও প্রথমে কখনো পরমাণু হামলা চালাবে না।বুধবার (৭ নভেম্বর) রাশিয়ার বার্ষিক মানবাধিকার কাউন্সিলের বৈঠকে রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর বিবিসি।মানবাধিকার কাউন্সিলের বৈঠকে তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করবে। যদিও পশ্চিমারা বিশ্বাস করেন, পুতিন দ্রুত বিজয়ের পরিকল্পনা করেছিলেন।মস্কো থেকে ভিডিও লিংকের মাধ্যমে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে পুতিন বলেন, এ ধরনের হুমকি বাড়ছে। এটি লুকিয়ে রাখা ভুল হবে।তবে তিনি জোর দিয়েছেন যে রাশিয়া কোনো অবস্থাতেই প্রথমে অস্ত্র ব্যবহার করবে না। দেশটির পারমাণবিক অস্ত্রাগার নিয়ে কাউকে হুমকিও দেওয়া হবে না।পুতিন বলেন, আমরা পাগল হয়ে যাইনি। পারমাণবিক অস্ত্র সম্পর্কে আমরা সচেতন আছি।পারমাণবিক অস্ত্রের দিক থেকে রাশিয়া অনেক এগিয়ে আছে জানিয়ে তিনি বলেন, রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত পারমাণবিক অস্ত্র রয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।